Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

হিসাব সংক্রান্ত কাজঃ

সিজিএ কর্তৃক নির্ধারিত তারিখে ঐ মাসের মাসিক হিসাব বন্ধকরণ।

সিওও / ডিসিএ কর্তৃক রিপোর্ট করা জার্নাল এন্ট্রির মাধ্যমে ক্রটিসমূহ সংশোধন করা।

মাস শেষে সংশ্লিষ্ট অফিসের সাথে হিসাবের সংগতি সাধন করা।

পাবলিক অ্যাকাউন্টের ভারসাম্যের নির্ভুলতা নিশ্চিত করুন।

প্রি-অডিট সংক্রান্ত কাজঃ

সিটিজেন চার্টার এর নির্ধারিত সময়ের মধ্যে বেতন বিল, আনুষাঙ্গি বিল, পেনশন ও অন্যান্য বিল প্রি-অডিটের মাধ্যমে নিষ্পত্তিকরা।

জিপিএফ চাদা ও অগ্রিম, গৃহনির্মাণ অগ্রিম, মোটর সাইকেল অগ্রিম, মোটরকার অগ্রিম, কম্পিউটার অগ্রিম এর কিস্তিসমূহ ব্রডশীট লেজারে এন্ট্রি করা।

কর্মকর্তা/কর্মচারিদের অনলাইনভিত্তিক বেতন নির্ধারণ অনুমোদন, ।

কর্মকর্তা/কর্মচারীদের বদলীকৃত এলপিসি অনলাইনে গ্রহণ ও প্রেরণ।

প্রশাসনিক কাজঃ

অফিস প্রধান হিসাবে সমস্ত প্রশাসনিক কাজ সম্পাদন করা।

বার্ষিক বর্ধিত বেতন, চিত্তবিনোদন ছুটি, জিপিএফ অগ্রিম অনুমোদনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

সকল ব্যয় ভাউচার অফিসে সংরক্ষণ করা ও সময়মত নিষ্পত্তি করা।

অন্যান্য কাজঃ

সকল কর্মকর্তা/কর্মচারীদের এলপিসি বদলীকৃত কার্যালয়ে প্রেরণকরা ।

সময়মত রিপোর্ট রিটার্ণ প্রেরণ করা।

সময়ে সময়ে সিজিএ, ডিসিএ, ডিএও এর নির্দেশমতো তথ্য প্রেরণ করা।